কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক বিক্রি বাবদ পাওনা টাকা আদায় সংক্রান্ত বিরোধে আরব আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরব আলী কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামের মতিউর রহমানের ছেলে। জানা যায়, আলম নামে এক ব্যক্তির কাছ ১০ হাজার টাকা পেতেন মো. হাসান ওরফে আবুইন্যা। গত মঙ্গলবার ইফতারের পর পাওনা টাকা আদায় করতে তারা কয়েকজন শালিশে বসেন। এ সময় আলমের পক্ষ নেন আরব আলী ও হাসানের পক্ষে ফারুক অবস্থান নেন। দরবার চলাকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আরব আলী ও নূর মোহাম্মদ ওরফে বাংগী নামে দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরব আলীকে মৃত ঘোষণা করেন। অন্য আহত নুর মোহাম্মদ বাংগী পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসী জানান, নিহত আরব আলী, আহত নূর মোহাম্মদ বাংগী, মো. ফারুক ও মো. হাসান ওরফে আবুইন্যা এরা সবাই চিহ্নিত মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও গরুসহ বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত। কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন সুরমা বেগম বাদী হয়ে ফারুকসহ পাঁচজনের নামোল্লেখ ও সাতজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।