ফেনীর সোনাগাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী জেলা কৃষকদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুউদ্দিন খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল চরচান্দিয়া ইউনিয়নের এক হাজার দরিদ্র পরিবারের মাঝে এ সব উপহার সামগ্রী বিতরণ করেন। উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ আনোয়ারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদল নেতা নুর করিম, পৌর কৃষকদল নেতা তোতা মিয়া, বিএনপি নেতা আবুল কালাম কোম্পানি ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদ হোসেন রুবেল।