নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোরী ভাগনিকে (১৩), ধর্ষণের চেষ্টার অভিযোগে শান্ত (২৫) নামে এক সৌদি প্রবাসী চাচাতো মামাকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের ভুক্তভোগী কিশোরীর মা তাজমহলের অভিযোগের ভিত্তিতে একই গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত নামের যুবককে আটক করে পুলিশ। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিক ভাবে ধর্ষণ চেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা নেয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।