বিএনপির সম্মেলন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সম্মেলনের প্রথম পর্বে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী পলাশ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।