ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সম্মেলনের প্রথম পর্বে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী পলাশ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।