অবশেষে বহুল আলেচিত পিরোজপুরের ত্রাস যুবলীগ নেতা বাবু হাওলাদার ওরফে মদ বাবু ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দুপুরে ডিবি পুলিশ একটি টিম রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখ এর পুত্র। জানাযায়, জুলাই/২৪ বিপ্লবে রাজধানীর পুরানা পল্টন ও সূত্রাপুর কবি নজরুল ইসলাম কলেজ গেইট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৮৮ নামীয় এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কেরানীগঞ্জ থানার চর কালিগঞ্জ গ্রামে মো. শাহ আলমের স্ত্রী কিসমত আরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সে মামলায় এজাহারভুক্ত ৪২নং আসামি মদ বাবু।
এ বিষয়ে বাবুর গ্রামের এলাকাবাসী জানান, বাবু এলাকায় সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পিরোজপুর সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন এর ক্যাডার হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব করেছিল। মাদক ব্যবসা ও অস্ত্র ব্যবসার আড়াল করতে এলাকায় গরু ও ছাগলের খামার তৈরি করে। মদের ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কারণে পিরোজপুরে সে মদ বাবু নামে পরিচিত।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ পিরোজপুরে ৪টিসহ দেশের বিভিন্ন স্থানে ১৮টি মামলা রয়েছে।