উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। স্বজনদের টানে কর্মস্থল থেকে তারা উৎসব মুখর হয়ে বাড়ি ফিরছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর উভয় টোলপ্লাজায় পৌনে ৩ কোটি টাকার বেশি টোল আদায় করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে। ততই এবার ঈদের আমেজ বাড়ছে। পরিবারের সাথে এ আনন্দে অংশগ্রহণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের কর্মস্থল থেকে ঘরে ফিরছে উত্তর-দক্ষিণাঞ্চলের মানুষ। এ কারণে সিরাজগঞ্জসহ উত্তরের মহাসড়কে দিনদিন বাড়ছে দূরপাল্লার বাসহ বিভিন্ন যানবাহনের চাপ। এতে প্রতিদিনই বাড়ছে যমুনা সেতুর টোল আদায়।
গত মঙ্গলবার রাত ১২টা থেকে গত বুধবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি ছোটবড় যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে ১৮ হাজার ২৩৯টি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৫ হাজার ৫২৭টি গাড়ি চলেছে। এতে যমুনা সেতু পশ্চিম ও পূর্বপাড় টোলপ্লাজায় সর্বমোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। উভয় টোল প্লাজায় প্রায় সমান সমান টোল আদায় হয়েছে।