অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ইসরাফিল মিয়া (৪৭) নামের এক চিহ্নিত ভূমি ভূমিদস্যুকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন এই জরিমানা করেন। এর আগে গত বুধবার রাতে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইসরাফিলের ম্যানেজার, ভেকু চালক ও হেলপারকে আটক করে সদর থানা পুলিশ।