লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের ঈদ উপহার পেয়েছে স্থানীয় এতিমখানার ২০ শিক্ষার্থী। শহরের মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফয শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঞ্জাবিগুলো তুলে দেন তাদের হাতে। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ঈদ উপহারগুলো তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খাঁন ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন। উপহার পেয়ে ইয়াকুব নামে এক হিফয শিক্ষার্থী বলেন, পাঞ্জাবি পেয়েছি। ঈদে আমাদেরকে উপহার দিয়েছেন ইউএনও স্যার। ইফতারের জন্য টাকা দিয়েছেন।
ইউএনও ইমরান খাঁন বলেন, শিশু-কিশোরদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পাঞ্জাবিগুলো উপহার দিয়েছি। ঈদ সবার জন্য অনাবিল আনন্দ বয়ে আনার প্রয়াস থেকেই এমটা করেছি। শিক্ষার্থীরা কিছুটা খুশি হয়েছে। উপহার দিতে পেরে আমি আনন্দিত। এই সমাজে যারা পিছিয়ে পড়েছে তাদের এগিয়ে নিতে হবে। যদি আমরা তাদের দূরে ঠেলে দিই এবং কাছে না টানি, তাহলে তারা বড় হবে ঠিকই, কিন্তু তাদের প্রকৃত বিকাশ ঘটবে না। তিনি আরও বলেন, যারা এখানে এতিম হিসেবে উপস্থিত আছে, তারা মূলত এতিম নয়। তাদের পাশে সুখে-দুঃখে রায়পুর উপজেলা প্রশাসন সর্বদা আছে।