সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- ওই উপজেলার কুর্কি কলেজপাড়া গ্রামের আব্দুল আলীম, খাষপুকুরিয়া উত্তরপাড়া গ্রামের মান্নান ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামের আরিফুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওই উপজেলার জোতপাড়া নদীর ঘাট এলাকায় ও তার পার্শ্ববর্তী ৩টি পয়েন্টে অভিযান চালানো হয়।
এ সময় যমুনা নদীর তীর থেকে মাটি কাটা অবস্থায় হাতেনাতে ওই ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি। সেই সঙ্গে এ ধরনের অপরাধ আর করবেনা মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।