দক্ষিণ এশিয়ার মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দিন। গতকাল বৃহস্পতিবার আইডিএফ পরিচালিত হ্যাচারি পরিদর্শন শেষে নয়াহাট কুমে স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করেন।পরে মতবিনিময় শেষে পশ্চিম গহিরায় হালদা নদীতে মা মাছ অবমুক্ত করে হালদা নদী পরিদর্শন করেন। পরিদর্শনের পূর্বে মদুনাঘাট এলাকায় বিভাগীয় কমিশনারকে স্বাগত জানায় আইডিএফ-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরীর কো-অর্ডিনেটর প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া। এই সময় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জনাব শ্রীবাস চন্দ্র চন্দ, হালদা প্রকল্পের পরিচালক মিজানুর রহমান, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, ও রাউজান উপজেলার নির্বাহী অফিসার, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা, রাউজান ও হাটহাজারী উপজেলা পরিষদের কর্মকর্তাবসহ আইডিএফ এর প্রশাসনিক কর্মকর্তা আবু নাছের কিরন, তারেকুল ইসলাম তারেক, নুরুল হাকিম, ফয়েজ রাব্বানি প্রমুখ উপস্থিত ছিলেন।