কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রাগপুর-কুষ্টিয়া মহাসড়কের প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে বালু ভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হন। অন্যদিকে, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল নিতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। নিহত আসমত আলী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মন্ডলের ছেলে এবং নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মন্ডলের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বালুভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, মথুরাপুর ইউনিয়ন পরিষদে সরকারি সহায়তার চাল নিতে গিয়ে নিরাপদ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান নার্গিস খাতুন। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানিয়েছেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নাটোর : লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক এবং এক নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া জেলার কৈতলা এলাকার শাহরিয়ার হোসেন শাকিল ও তার দুই বছরের শিশু সন্তান সুমাইয়া। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, গতকাল সকাল ১০ দিকে যশোর থেকে বগুড়াগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে চুমড়ে যায়। এতে ওই প্রাইভেট কারে থাকা চারজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা চারজনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন শাকিল, দুই বছরের শিশু সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন এবং চালক রিপনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় জামাল হোসাইন নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসাইন (৩৫) চাঁদপুর জেলার মতলব থানার কাশিমপুর গ্রামের বাসিন্দা। তিনি জৈনা এলাকায় একটি বাসায় ভাড়ায় থেকে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় একটি কারখানায় চাকরি করতেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত পি এ নীট কম্পোজিট লি. নামক কারখানায় লাইন চিফ হিসেবে কাজ করতেন জামাল হোসাইন। নিজ মোটরসাইকেল যোগে কেনাকাটার জন্য মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা ইউটার্ন এলাকায় পৌঁছাতেই সামনে লোক পারাপারের প্রস্তুত দেখে হঠাৎ ব্রেক করা হয়। এ সময় পেছনে থাকা দ্রুত গতিতে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান জামাল হোসাইন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। মাওনা হাইওয়ে থানার ওসি আয়ুব আলী বলেন- খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।