পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির দলীয় কার্যালয় ও আজাদী ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. হারুন অর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ। এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের নবঘোষিত আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।