ঢাকা সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

জুলাই অভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদান

জুলাই অভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদান

মুন্সীগঞ্জে জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান মুন্সীগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে প্রথম ধাপের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে এ ও বি ক্যাটাগরির ৩৭ জন আহতের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা। পরে চেক প্রদান অনুষ্ঠানে ‘এ’ ক্যাটাগরিতে ২ লাখ ও ‘বি’ ক্যাটাগরিতে ১ লাখ টাকার চেক প্রদান করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আতাউল গনী উসমানী প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত