ঢাকা সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা শীর্ষক সেমিনার

মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা শীর্ষক সেমিনার

ফেনীর সোনাগাজীতে মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে নিউ হারবি কনভেনশন হলে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহিম খলিল। প্রধান আলোচক ছিলেন সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সিনিয়র সহকারি পরিচালক আবুল বসর কবির আহম্মেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী পৌর শাখার সেক্রেটারি মুহাম্মদ মহসীন ভূঞা, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি সহকারী পরিচালক মাস্টার আবদুল হক, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, বাংলাদেশ অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর পৌর সভাপতি, মানবাধিকার নেতা সার্জেন্ট অব. শেখ ফরিদ ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মান্নান।

হীরা কনফেকশনারি ও বিএফ কমার্শিয়াল লিমিটেডের সৌজন্যে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা সমবায় দলের সভাপতি হোসেন আহমেদ, ব্রাফার উপজেলা সভাপতি সার্জেন্ট অব. মহি উদ্দিন, সংস্থার সহকারী পরিচালক খুরশিদ আলম, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, জিয়া পরিষদের উপজেলা সভাপতি ডা. ইমাম উদ্দিন, মানবাধিকার নেতা বেলায়েত হোসেন মিলন, মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপি নেতা মফিজুল হক লিটন, মানবাধিকার নেতা নুরনবী ও প্রবাসী আবু ইউসুফ প্রমুখ। বক্তারা মানবিক কাজে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত