ঢাকা সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

তারেক রহমানের পক্ষে ঈদ উপহার

তারেক রহমানের পক্ষে ঈদ উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফেনী পৌরসভার ১১নং ওয়ার্ডে প্রায় ৩ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বৃহস্পতিবার শহরের একটি মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ এর সার্বিক তত্ত্বাবধানে এসব ঈদ উপহার বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান, ফেনী পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বেলাল হোসেন ও ফেনী পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত