চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া সুলতানপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের ছোট টুকরাসহ ১ জন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। প্রেসবিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এ তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কনেৃল নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, স্বর্ণের একটি চালান দর্শনা থানার সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া প্রাইমারী স্কুলের পাশে অবস্থান নেয়। এরপর বিকাল ৪টার দিকে বিজিবি টহলদল সন্দেহভাজন একজনকে মোটরসাইকেলযোগে ঐ এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে।