কিশোরগঞ্জের কটিয়াদীতে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকায় ওই শিশু একা দোকানে চিপস কিনতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সাড়ে পাঁচ বছর বয়সী একটি মেয়ে শিশু একা একা লোহাজুরী ইউনিয়নের জিরারপাড় এলাকায় একটি দোকানে চিপস কিনতে যায়। দোকানটি তখন বন্ধ অবস্থায় ছিলো, শুধু দরজাটা একটু খোলা ছিলো। শিশুটি চিপস কিনতে দরজা দিয়ে দোকানের ভিতরে গেলে দোকানী তাকে ধর্ষণ চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভিতর থেকে শিশুকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা দোকানি হাবিবুর রহমানকে বেঁধে রেখে কিছু উত্তমণ্ডমাধ্যম দিয়ে দুপুর একটার দিকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি আরো বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দিয়েছে।