আজকে যারা একাত্তরকে অস্বীকার করে ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি করতে চায়, নতুন রিপাবলিক বলতে চায়, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার কোনো অধিকার নেই তাদের বাংলাদেশে ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু। গত বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ৪ এবং ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বরকত উল্লাহ ভুল আরো বলেন, ১৯৭১ সালে শেখ মুজিব স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিলেন আর আওয়ামী লীগের বাকি নেতারা আত্মগোপন করেছিলেন, জেনারেল আটক করেসেদিন কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে তরুন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলে ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল খালেক এর সভাপতি কে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক, পৌরসভা বিএনপির সভাপতি জহিরউদ্দিন হারুন, উপজেল সম্পাদক মাহফুজুল হক আবেদ, সাধারণ সম্পাদক মো. মহসিন, আহছান উল্যাহ, রুস্তম আলী, নজরুল ইউনিয়ন সম্পাদক হারুনুর রশিদ, জিয়াউল হক সুমনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দলের চেয়ার পারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।