জামালপুরের মেলান্দহে স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা গত বৃহস্পতিবার মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে। ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা এতে সভাপতিত্ব করেন। আলোচনার প্রারম্ভে মহান স্বাধীনতা সংগ্রামে আত্নদানকারী সব শহিদের সম্মার্থে নীরবতা পালন করে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-একাত্তরের গেরিলা যোদ্ধা আবুল হোসেন। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদের গ্রন্থনা ও উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, স্বরকলার সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, মিঙ্গেল লি. এর নির্বাহী পরিচালক ও স্কাউটার এম মুর্শেদুল আলম, জেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মোখলেসুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা-সংস্কৃতিকর্মী আবু সুফিয়ান, উপজেলা জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নুরুন্নবী, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোত্তাছিম বিল্লাহ (ঢাকা পোস্ট-যায়যায়দিন), দপ্তর সম্পাদক জাহিদ হাসান সোহাগ (দৈনিক আলোকিত বাংলাদেশ), মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ (এনটিভি অনলাইন ও দৈনিক ভোরের কাগজ)।