ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে নাট্য অভিনেতা ও প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৭ মার্চ ২০২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৌলতদিয়া ব্রোথেলের একটি ভিডিও ক্লিপ ছড়ানো হয়েছে।

তিনি বলেন, হ্যাঁ, ভিডিওটি দৌলতদিয়া ব্রোথেলেরই, তবে এটি চার বছর আগে শুটিং হওয়া ‘পারফরম্যান্স’ নামের একটি নাটকের অংশবিশেষ।

নাটকটি পরিচালনা করেছেন মৌসুমী, এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রোভা ও মৌটুসী। আমি ওই নাটকে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছি।

ভিডিও প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করে বলেন, শুটিং চলাকালীন অনেক দর্শক মোবাইলে ভিডিও ধারণ করেছিল। তাদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত