ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আছিয়ার বাড়িতে ঈদ উপহার

আছিয়ার বাড়িতে ঈদ উপহার

মাগুরার বহুল আলোচিত সেই আছিয়ার বাড়িতে সরকারের পক্ষে ঈদ শুভেচ্ছা উপহার পৌঁছে দিলেন মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম। গতকাল শনিবার তিনি মাগুরা থেকে সরাসারি আছিয়ার নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে উপস্থিত হন। সেখানে তিনি আছিয়ার মা আয়েশা বেগমের হাতে সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, কাপড়-চোপরসহ নানাবিধ ঈদ উপকরণ তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু ও আছিয়ার বড় বোন হামিদা খাতুন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, শিশুটির দুর্ঘটনার সংবাদ শোনার পর থেকেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে উপজলো নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, মহিলাবিষয়ক কর্মকর্তা, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর পরিবারটির পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং সহযোগিতা করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত