বাঁশখালী প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে অফিসার্স ক্লাবের হলরুমে গতকাল শনিবার ইফতার মাহফিল ও আলোচনা সভা বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা বাঁশখালীর সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছার এর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সদস্য সচিব দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মু. মিজান বিন তাহেরের সঞ্চালনায়
অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, জলদী অভয়ারণ্য রেঞ্জের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাইল হক, বন বিভাগের বিট কর্মকর্তা আতিকুল হক চৌধুরী , প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দিদারুল আলম প্রমুখ।