ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

নিত্য যানজটে ভোগান্তির ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা। ঈদে ঘরমুখো মানুষের ঢলে যানজটের শঙ্কাকে পেছনে ফেলে স্বাভাবিক রয়েছে যান চলাচল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে নেই কোন যানজট।

ফলে ঈদে ঘরমুখো মানুষ বেশ স্বস্তিতে বাড়ি যেতে পারছেন। গতকাল শনিবার দুপুরে ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ অনেক আংশেই বেশি থাকলেও আদুরিয়া থেকে কাঁচপুর পর্যন্ত যান যানবাহন চলাচলে স্বাভাবিক চিত্র দেখা গেছে। কোথাও যানজট নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে কোনো থ্রি-হুইলার উঠতে না দেয়া, গুরুত্বপূর্ণ পয়েন্টে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ, বাসস্ট্যান্ডের যানবাহন সড়ক দখল করে রাখা রোধ, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেই যানবাহন অপসারণে রেকার প্রস্তুত করে রাখাসহ নানা কারণে এবার যানজট কমেছে। যেসব স্থানে যানজটের শঙ্কা রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানজট নিরসনে স্বেচ্ছাসেবীদেরও কাজ করতে দেখা গেছে। মহাসড়কের রূপসী এলাকায় কথা হয় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা নরসিংদীর যাত্রী নুর আলম এর সঙ্গে। তিনি বলেন, পরিবারের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছি। নিত্য যানজটের ঢাকা-সিলেট মহাসড়কে আজ ব্যতিক্রম দেখছি। সড়ক প্রায় ফাঁকা বলা চলে। নেই কোন যানজট। আশা করছি স্বস্তিতেই বাড়ি ফিরতে পারব। ভুলতা গাউছিয়া থেকে রাজধানীতে চলাচলকারী মেঘলা পরিবহনের চালক মকবুল হোসেন বলেন, ‘মহাসড়কে কোথাও যানজট নেই। অন্য সময়ের তুলনায় ট্রিপ বেড়ে গেছে। যানজট না থাকায় আয় রোজগারও ভালো হচ্ছে। ভুলতা গাউছিয়া বাস স্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ঘর মুখো যাত্রী আমানউল্লাহ। ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন উপজেলার আউখাব এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তিনি বলেন, এই সড়কে যানজট নিত্য নৈমিত্য ব্যাপার। কিন্তু ঈদ যাত্রায় পুরোপুরি ব্যতিক্রম। কোথাও কোনো যানজট নেই। এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) জাহানুর আলী বলেন, সড়ক সংস্কার কাজ এবং রাস্তা দখল করে বাজার বসা ও যানবাহনের চাপে যানজট দেখা দেয়। ট্রাক-লরি পার্কিংয়ের বিশৃঙ্খল অবস্থান ও সর্বোপরি আইন ভঙ্গ করে একাধিক লাইন করার কারণেও বিভিন্ন সময়ে যানজট তৈরি হয়ে থাকলেও ঈদকে সামনে রেখে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবীরাও কাজ করছে। আমাদের ‘পিকেট ডিউটি টিম ও হোনডা মোবাইল টিম তৎপর রয়েছে। যানজট তৈরি হওয়া স্পটগুলোর নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছি আমরা। মহাসড়কে উল্লেখযোগ্য কোনো যানজট নেই। স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত