ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ পুনর্মিলনীতে অংশ নেবেন জামায়াতের আমির

ঈদ পুনর্মিলনীতে অংশ নেবেন জামায়াতের আমির

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ জন্মভূমিতে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঈদের পরদিন কুলাউড়া পৌর শহরের ডাকবাংলো মাঠে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। সকল প্রস্তুতিসম্পন্ন করা হয়েছে জামায়াতে নেতৃবৃন্দ।

কুলাউড়া জামায়াতের আমির সহ. অধ্যাপক আব্দুল মুন্তাজিম ও প্রভাষক বেলাল আহমেদ জানান, জামায়াতের আমিরের নিজ জন্মভূমি কুলাউড়াতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদের পরদিন বিকাল ৩টায় ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান উপস্থিত থেকে জনসাধারণের সঙ্গে ঈদের কুশল বিনিময় করবেন ও বক্তব্য রাখবেন।

কুলাউড়া জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম আরও জানান, উপজেলা জামায়াত আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদের তাৎপর্য, ইসলামী মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করা হবে। জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কর্মী এবং সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত