ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আলোকিত বাংলাদেশে সংবাদ প্রকাশের পর সড়কের সংস্কার শুরু

আলোকিত বাংলাদেশে সংবাদ প্রকাশের পর সড়কের সংস্কার শুরু

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট গুদাম সংলগ্ন ২২৫ মিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।

এ নিয়ে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় গত বছরের ১৯ ডিসেম্বর ‘১০ মিটার রাস্তার ফাঁদে অকেজো ৪৮১ কোটি টাকার প্রকল্প’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসে।

পরবর্তীতে ঈদ পরবর্তী জনদুর্ভোগ কমাতে নেত্রকোণা টু ঢাকা সড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট গুদাম সংলগ্ন ২২৫ মিটার সড়ক সংস্কারের কাজ শুরু করে ঈশ্বরগঞ্জ পৌর কর্তৃপক্ষ। উল্লেখ্য, নেত্রকোণা জেলার বিশিউড়া থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ৮ বছর আগে শুরু হওয়া সাড়ে ২৮ কিলোমিটার সড়ক নির্মাণকাজ গত ২ বছর আগে শেষ হলে রেলের জায়গায় অনুমোদন ছাড়া সড়ক নির্মাণ করায় বাগড়া বসায় রেলওয়ে বিভাগ।

নেত্রকোণা থেকে ঢাকার দূরত্ব কমাতে ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের কানুরামপুর হয়ে ত্রিশাল দিয়ে কম সময়ে যাবার জন্য তৈরি করা হয়েছিল এ রাস্তা। নেত্রকোণা-ঢাকা সড়কে চলাচলকারী রফ-রফ বাসের চালক সুমন মিয়া বলেন, সময় এবং জালানি সাশ্রয়ের জন্য রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মাত্র ১০ মিটারের এই রাস্তার জন্য আমরা এই রাস্তা ব্যবহার করতাম না। পৌরসভার এই বিকল্প সড়কটি সংস্কারের কথা শুনে আমরা এই রাস্তা ব্যবহার করছি। আপনার মাধ্যমে ঈশ্বরগঞ্জ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেন বলেন, আলোকিত বাংলাদেশে প্রকাশিত সংবাদ থেকে আমি রাস্তার বিষয়টি জানাতে পারি। জানার পর আমি মূল রাস্তাটি নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলাপ করি। সব জায়গা থেকে ব্যর্থ হয়ে পৌর কর্তৃপক্ষ মূল রাস্তার পাশে ঈদগাহ মাঠ সংলগ্ন পৌরসভার রাস্তাটি বিটুমিনাস কার্পেটিং করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাস্তাটি নির্মাণ করার মূল উদঘাটক ছিল আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মো: ইসহাক। সেইসঙ্গে আমি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানকে এবং পৌর নির্বাহী কর্মকর্তাকে জাহাঙ্গীর আলমকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত