ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিকতায় এক নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে

বললেন এম আব্দুল্লাহ
সাংবাদিকতায় এক নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে

ফেনীর কৃতি সন্তান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেন, জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের পর বিগত সাত মাসে আমরা মুক্ত সাংবাদিকতা করতে পারছি।

আগে সংবাদ প্রকাশ করলে হামলা মামলা ও গুম হওয়ার ভয় থাকত, এখন আর নেই। তবে মুক্ত সাংবাদিকতায় আমরা দায়িত্বহীন জায়গায় চলে যাচ্ছি, এ মুক্ত সাংবাদিকতার কারণে আগামী দিনে আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করি। আমরা যারা এই পেশাকে লালন করি ও ধারণ করি তাদের এ পেশাটাকে দায়িত্বশীল হতে হবে ও সচেতন থাকতে হবে। সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে। গণমাধ্যম কমিশনের সুপারিশে বাংলাদেশের সাংবাদিকতার নতুন ধরনের বিবর্তন হতে যাচ্ছে।

সাম্প্রতি বিভিন্ন জেলায় সাংবাদিকদের চাকরিচ্যুতির প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নের কাজ হচ্ছে সাংবাদিকদের কাজে লাগানো, কর্মহীন করা নয়। ঈদের পরদিন মঙ্গলবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ঈদ আনন্দ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার রেদোয়ান হোসেন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, একেএম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, এসএ টিভি অ্যাসাইনমেন্ট এডিটর বুরহান উদ্দীন ফয়সাল, কাজী মোস্তাফিজুর রহমান ও আমির হোসেন জনি।

ফেনীর সাংবাদিকদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সিনিয়র সাংবাদিক এম মামুনুর রশিদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব তপন, আরিফুল আমিন রিজভী, সাবেক সম্পাদক মাইন উদ্দিন, আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দৈনিক আমার দেশ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন ভূঁইয়া, নজির আহমেদ রতন, জহিরুল হক মিলন, দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্লাহ রিপন, বণিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, এখন টিভির প্রতিনিধি সোলেয়মান হাজারী ডালিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, সকালের সময় প্রতিনিধি ওমর ফারুক, তোফায়েল আহমেদ নিলয়, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ তাহের পন্ডিত, সোনাগাজীর সাংবাদিক সাইফুল আলম হিরন, আলা উদ্দিন, সাইফুল ইসলাম, হাবীব মিয়াজী এমএ আকাশ, মোল্লা ইলিয়াস ও আজিজ আল ফয়সাল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত