মাদক সেবনে বাধা দেয়ায় ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের টেকনাফে মাদক সেবনে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা করেছে ভাসুর। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাহেরুল ইসলাম ও ইউপি সদস্য মোহাম্মদ আলম।

নিহত জান্নাত আরা (৩৫) পূর্ব মহেশখালীয়া পাড়ার মোহাম্মদ ইসমাইলের স্ত্রী। অভিযুক্ত ইব্রাহিম প্রকাশ লুতিয়া পূর্ব মহেশখালীয়া পাড়ার নাগু মিয়ার ছেলে এবং ইসমাইলের বড় ভাই।