মদপানে দুই যুবকের মৃত্যু
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনির কাঁদাকাটি ইউনিয়নের মিত্রতেতুলিয়া গ্রামে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর অসুস্থ হয়েছে আরো ৯ যুবক। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা হলেন- মিত্র তেতুলিয়া গ্রামের সোহারাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৫) ও একই গ্রামের জাফর খাঁর ছেলে টিটু খাঁ (৩৩)। গতকাল বুধবার ভোরাতে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে তাদের মৃত্যু হয়। এর আগে মদপানের ঘটনাটি ঘটেছে ঈদের দিন রাতে (গত সোমবার রাতে) আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের মোকামখালী স্লুইচ গেট সংলগ্ন শশ্নানঘাট এলাকায়। মদপানে অসুস্থরা হলেন- ইকবাল, রবিউল, ইমরান, তুহিন গাজী, ফারুক হোসেন, লিপটন, আজিম শেখ, নাজমুল মোড়ল ও নাসির। এদের সবারই বাড়ি কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া, ব্রাক্ষ্মন তেতুলিয়া, আরার গোবিন্দপুর গ্রামে। স্থানীয়রা জানান, ঈদের দিন রাতে তারা ১৫/২০ জন বন্ধু মিলে কাদাকাটি ইউনিয়নের মোকামখালী স্লুইচ গেট সংলগ্ন শশ্নান ঘাট এলাকায় আনন্দ উল্লাস করে মদপান করে। পরদিন নাজমুল, টিটু, ইকবাল, রবিউল, ইমরান, তুহিন গাজী, ফারুক হোসেন, লিপটন, আজিজ শেখ, নজিমুল মোড়ল ও নাসিরসহ ১১জন অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে নাজমুল ও টিটু গুরুতর অসুস্থ হয়ে মারা যায়।
বাকি ৯ জনের মধ্যে ৪ জন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ৫ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। গুরুতর অসুস্থ ৪ জনের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, দুই জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে সাতক্ষীরার সংগাম (বেসরকারি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।