ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

গাড়িতে হাওয়া দেয়ার মেশিন বিস্ফোরণে নিহত এক

গাড়িতে হাওয়া দেয়ার মেশিন বিস্ফোরণে নিহত এক

কুমিল্লার বুড়িচংয়ে গাড়ির চাকায় হাওয়া দেয়ার মেশিন বিস্ফোরণে মো. জামশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ সময় আহত হয়েছেন আরো দুজন। গতকাল বুধবার দুপুরে বুড়িচং উপজেলা সদরের আগানগর এলাকায় একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামশেদ উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের রহমত আলীর ছেলে।

তিনি ওই গ্যারেজের মালিক ছিলেন। আহতরা হলেন- খাড়াতাইয়া গাজীপুর গ্রামের আবদুল সোবহনের ছেলে মো. মহসি, নোয়াপাড়া গ্রামের রাব্বান ভূইয়ার ছেলে মো. শাহ আলম।

স্থানীয়রা জানান, জামশেদ আলম গাড়ির চাকায় হাওয়া দেয়ার জন্য হাওয়ার মেশিনে হাওয়া লোড করছিলেন। এ সময় হাওয়া মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকানটি উড়ে যায়।

এতে দোকানে থাকা জামশেদ আলম, মহসিন ও শাহ আলম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামশেদ আলমকে মৃত ঘোষণা করেন। বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, হাওয়া মেশিন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত