ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ফ্যাসিবাদী সরকারের নৈরাজ্যে শিক্ষাব্যবস্থা ধসে পড়েছে

বললেন সালাহউদ্দীন আহমদ
ফ্যাসিবাদী সরকারের নৈরাজ্যে শিক্ষাব্যবস্থা ধসে পড়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান মানে বিল্ডিং নই, শিক্ষা প্রতিষ্ঠান মানেই হল শিক্ষক। আশা করি এ প্রতিষ্ঠানে যুগোপযোগী পাঠদান অব্যহত থাকবে। কারণ ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষা ক্ষেত্রে চরম নৈরাজ্য করেছে। যার কারণে ধ্বসে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। আসুন সবাই মিলে একটি স্বপ্ন দেখি এবং শক্তিশালী গনতন্ত্র রাষ্ট প্রতিষ্ঠায় ভুমিকা রাখি। কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ সব কথা বলেন। গতকাল বুধবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব মাষ্টার এসএম আবুল হোসাইন।

কক্স এইড ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সহকারী এটর্নি জেনারেল কুতুব উদ্দিনের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে সাবেক এমপি হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব এম মোবারক আলী, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মনজুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শফিউল আলম, সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ আলম, আকতার কামাল, সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, আনিসুর রহমান, ইউনিয়ন যুবদল সভাপতি আরফাত কামাল জিকু, সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদ রাশেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় চকরিয়া উপজেলা, ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত খুটাখালী কলেেেজর ভিত্তিপ্রস্তর শেষে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত