ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বিজয়নগরে ছয় দোকানে আগুন

বিজয়নগরে ছয় দোকানে আগুন

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর তোফায়েল নগর বাজারে শটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। গত সোমবার সকালে উপজেলার মুকুন্দপুর তোফায়েল নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ দোকান হল, কাজী মনিরুল ইসলামের ফার্মেসি, লোকমান টেইলার্স, কালু টেইলার্স, জাহাঙ্গীর ফার্মেসি, আবু জাহেরের মুদি দোকান ও একটি সবজির দোকান। ভুক্তভোগীদের দাবি, অগ্নিকাণ্ডে ৬টি দোকান ঘর পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করেছি। ক্ষতিগ্রস্থরা প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাজী শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় ৬টি দোকান পুড়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত