ঈদ উৎসবের আনন্দে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গৌরীপুর মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। গত মঙ্গলবার স্থানীয় তরুণদের সংগঠন ‘বিটপীর’ এর উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই খেলা দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষের ভিড় জমে যায়। লাঠিয়ালরা প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে ঢাল ব্যবহার করেন এবং আঘাত করতে পারলেই যোগ হয় পয়েন্ট। স্থানীয়রা বলছেন, হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলাকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। নতুন প্রজন্মের মধ্যে লাঠি খেলার ঐতিহ্য ছড়িয়ে দিতে তারা উৎসাহ প্রকাশ করেন। লাঠিয়াল আবু বক্কার বলেন-ছোটবেলায় বাপ-দাদাকে লাঠি খেলা খেলতে দেখেছি। সেখান থেকেই শিখেছি এবং এখনো খেলতে ভালোবাসি। তরুণদের ডাকে সাড়া দিয়ে এখানে খেলতে এসেছি। অনুষ্ঠানের সঞ্চালক ও ব্যাংক কর্মকর্তা আলহাজ উদ্দিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আজ প্রায় বিলুপ্তির পথে। স্থানীয় তরুণদের উদ্যোগে নতুন করে এ খেলার আয়োজন হয়েছে, যা খুবই প্রশংসনীয়। আমাদের উচিত এই ঐতিহ্য ধরে রাখা এবং প্রতিবছর এর আয়োজন করা।