ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাপের কামড়ে ঠাকুরগাঁও পৌর শহরের সরকারপাড়া মহল্লায় ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গত বুধবার রাত ৮টার দিকে এঘটনা ঘটে। মৃত অর্ণব (৭) সরকারপাড়া মহল্লার ঠিকাদার ইব্রাহীম আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, গত বুধবার বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাঘের হাট এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যায় অর্ণব। ঈদ আনন্দ উপভোগ করতে শিশু অর্ণব ফটকা ফুটানোর জন্য বাড়ি পাশে যায়।

এ সময় তার হাতে থাকা দিয়াসলাই গর্তের মধ্যে পড়ে যায়। পরে দিয়াসলাইটি হাত ঢুকিয়ে গর্ত থেকে বের করতে গেলে গর্তে থাকা বিষধর সাপ হাতে কামড় দেয়। পরে শিশুটি ব্যাথা অনুভব করলে পরিবারে সদস্যদের জানায়, বিষয়টি সেভাবে গুরুত্ব না দেয়ায় এক পর্যায় তার শরীরে বিষক্রিয়া বাড়তে থাকে এবং ধীরে ধীরে নিস্তেত হতে থাকে। স্থানীয়রা এলাকার এক ওঝার কাছে নিয়ে যায়। কিন্ত পরবর্তীতে অবস্থার কোন উন্নতি না হওয়ায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুর আলম বলেন শিশুটি শেষ মুহূর্তে নিয়ে আসা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক রোগীকে হাসাপাতালে নিয়ে আসতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত