ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম পারভেজের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের আদর্শে বিশ্বাসী গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম পারভেজকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলালকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক নিউ এইজের জেলা প্রতিনিধি হান্নান খাদেম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।