ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে ডোবার পানিতে ডুবে নোমান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নোমান আলী ছোট সিংগিয়া গ্রামের নজিব উদ্দিন ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার লাহিড়ি বাজার সংলগ্ন ইকো সেন্টার সংলগ্ন ছোট সিংগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা নজিব উদ্দিন জানান, সকালে বাড়ির উঠানে নোমান খেলা করছিল। সে সময় পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিল। খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশে ছোট ডোবার কাছে গেলে পানিতে পড়ে যায় নোমান। কিছুক্ষণ পরে তার মা নোমানকে দেখতে না পেয়ে পরিবারের সবাই আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর এ সময় বাড়ির উঠানের পাশে থাকা ডোবায় নোমানকে মৃত অবস্থায় ভাসতে দেখতে পান তারা।