পাবনার সাঁথিয়ায় কাশিনাথপুর ইউনিয়নের জমিজমা বিরোধের জের ধরে এদ্রাকপুর গ্রামে বসতবাড়িতে হামলা করে নারীসহ ৩ জনকে আহত করে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে এদ্রাকপুর গ্রামে। এ ঘটনায় এদ্রাকপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মিলি ইসলাম বাদী হয়ে আটজন নামীয় ও অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানাগেছে কাশিনাথপুর ইউনিয়নে এদ্রাকপুর গ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে গত বুধবার রাত ৮টার দিকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একই গ্রামের রাহাত, ইমন, সিহাব, নজরুল, জুয়েল, রিসাত, মুক্তা, সালেহা শহিদ ইসলামের বাড়িতে হামলা করে বেশ কয়েকজনকে আহত করে এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আহতরা হলেন- মিরাজ, মেহেদি, ও মিলি ইসলাম। তাদেরকে সাঁথিয়া হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, দুপক্ষই অভিযোগ দায়ের করেছে।