বান্দরবানের লামার মিরিঞ্জা পাহাড়ি এলাকায় পর্যটকবাহী এক মিনিবাস দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৩ জন। গতকাল বৃহস্পতিবার সকালে মিরিঞ্জার মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লামা থানার এসআই রিয়াদ হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদে পারিবারিক ভ্রমণে ঈগল পরিবহনে করে লোহাগড়ার আধুনগর এলাকা থেকে লামায় যাচ্ছিলো ৩২ জনের এই দল। পথিমধ্যে মাদানীনগর এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নারী ও শিশুসহ ২৫ জন আহত হন। তিনি আরও জানান, স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে লামা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা সেবা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।