ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নৌকাডুবিতে কৃষকের মৃত্যু

নৌকাডুবিতে কৃষকের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে ৪০ জন কৃষক নিয়ে একটি খেয়া নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুইজন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর উপজেলার কুলকান্দি খেয়াঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন মণ্ডল (৪০) উপজেলার কুলকান্দি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার সামছুল মণ্ডলের ছেলে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, অন্তত ৪০ জন কৃষক চর কুলকান্দিতে ফসলের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। তারা কুলকান্দি জিরো পয়েন্ট খেয়াঘাট থেকে নৌকায় নদী পার হচ্ছিলেন। মাঝপথে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় যাত্রীদের বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ প্রচেষ্টার পর নিখোঁজদের মধ্যে বিল্লাল মণ্ডলের লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত