জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও ক্রিকেট টুর্নামেন্ট (টিএসপিএল) তেঘর স্কুল প্রিমিয়ার লীগ সিজন-৭-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল তেঘর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে ২০১৮ ব্যাচ ২০০৫ ব্যাচকে ৮৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উল্লেখ্য যে ২০১৮ ব্যাচ টানা ৬ বার বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল। অনুষ্ঠানে স্কুলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট্য ব্যবসায়ী জাহিদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডল, স্কুলের সাবেক ছাত্র খালেদ হোসেন, সাংবাদিক ইসমাইল হোসেন।