ভোলায় সদর উপজেলার ভেলুমিয়া ৬ নম্বর ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল খানের নেতৃত্বে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিরোধীয় জমিতে ঘর উত্তোলনে বাধা দেওয়ায় শাহিদা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুত্বর জখম করেছে দখলকারীরা। স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে ভোলা সদর হাসপালে ভর্তি করেছে।
গতকাল শুক্রবার শাহিদা বেগম অভিযোগ করেন, ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ৬ নম্বর ওয়ার্ডের চরগাজী মৌজার এস,এ ৩৬৫ নং খতিয়ানের ১১৯৫/৪ নং দাগের ১ একর ৫০ শতাংশ জমির বন্দোবস্ত সূত্রে মালিক হয়ে তার বাবা আঃ বাসার ওরফে বাদশা মিয়াগংরা দীর্ঘ ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। গত কয়েক বছর ধরে একই বাড়ির খোকন, জামাল ও ভেলুমিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল খানগংরা পেশি শক্তির জোরে ওই জমির কিছু অংশ নিজেদের দাবি করে জোর পূর্বক দখলের পায়তারা করে। এঘটনায় আ. বাসার ওরফে বাদশা মিয়া বাদী হয়ে খোকন গংদের বিবাদী করে গত ৩ মার্চ ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিষেজ্ঞার মামলা করেন। যার মামলা নং এম.পি ১০৯/২৫ (ভোলা)। গত ৫ মার্চ আদালতের নির্দেশে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই মো: গোলাম কিবরিয়া ওই বিরোধীয় ভূমিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ভূমিতে ঘর উত্তলন, ভূমির সামীনা পরিবর্তন না করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিবাদীদের প্রতি নোটিশ প্রদান করে আসেন।
শাহিদা আরো অভিযোগ করেন, খোকন গংরা আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় ওই বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মাণকাজ করতে থাকে। গতকাল তিনি নির্মাণকাজে বাধা দেন এবং মোবাইলে ছবি তোলতে গেলে খোকন, জামাল, যুবলীগ নেতা কামাল খান ও শারমিন গংরা ক্ষিপ্ত হয়ে শাহিদাকে ধাওয়া করে তার বসত ঘরে ঢুকে তাকে এলোপাথাড়িভাবে কিল, ঘুষি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর যখম করেন। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপালে ভর্তি করেন। যার ভর্তি নং ১৩৩৭৩/১৬১। এ সময় হামলাকারীরা শাহিদার র্স্বাণালংকার ও বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
খোকন ও কামাল গংদের অত্যাচারে ওই এলাকার আরও কয়েকটি পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত খোকন ও কামাল খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।