ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নদী থেকে লাশ উদ্ধার

নদী থেকে লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের তিনদিন পর ফারুক হোসেন (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। গতকাল শুক্রবার বেলা দেড়টায় মেঘনা নদীর ভাটি বলাকী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। এর আগে গেল বুধবার বিকাল সাড়ে চারটায় মেঘনা নদীর গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে মেঘনা নদীতে নেমে নিখোঁজ হন তিনি। নিহত ফারুক হোসেন নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত