ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়ার আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল, ইন্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল উখিয়া উপজেলা পরিষদ হলরুমে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আক্কাস আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স সাইন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক আফরোজা তন্বী, কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মামুন উদ্দিন জুয়েল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কক্সবাজার জেলার সভাপতি এস.এম কামাল উদ্দিন ও অ্যাডভোকেট এম.এ মালেক, টেকনাফ নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুল হক প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত