ঢাকাস্থ সোনাগাজী সমিতির বর্ণাঢ্য আয়োজনে ‘শিক্ষাবৃত্তি অনুষ্ঠান ২৫’ ব্যাপক উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ১২৪ জন বৃত্তিপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ সমিতির কর্মকর্তা, উপদেষ্টা পরিষদের সদস্য ও শুভাকাঙ্ক্ষী-এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সোনাগাজী সমিতি ঢাকার সভাপতি বিশিষ্ট শিল্পপতি মেজবাহ উদ্দিন খান কিসলু সিআইপির সভাপতিত্বে এবং মাহবুবুল হক মিল্লাত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সমিতির সহসভাপতি ও বৃত্তি কমিটির আহবায়ক শিল্পপতি নাজমুল করিম দুলাল, ঢাকা জজকোর্টের পিপি অ্যাড. সালাউদ্দিন শিমুল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন বাবলু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী শিমুল বিল্লাহ, জাতীয় জিয়া পরিষদ নেতা আলমগীর হোসেন। বক্তব্য রাখেন, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম। মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসা মিলে সর্বমোট ৯৬৬জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মাদ্রাসায় ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির প্রতি শ্রেণি থেকে ৩জন করে ট্যালেন্টফুল এবং ১০জন করে সাধারণ গ্রেডে মোট ৫২ জন এবং স্কুলের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির প্রতি শ্রেণি থেকে ৩ জন করে ট্যালেন্টফুলে ও ১৫ জন করে সাধারণ গ্রেডে মোট ৭২ জন কৃতি শিক্ষার্থী বৃত্তি লাভের জন্য কৃতকার্য হয়।