ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ইমামসহ ৮ জনের ওপর হামলাকারিদের শাস্তির দাবি

ইমামসহ ৮ জনের ওপর হামলাকারিদের শাস্তির দাবি

বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর আদর্শ গ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের উদ্দেশ্যে মসজিদের ইমাম মাও, আবু বক্কর সিদ্দিকসহ ৮ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বিএনপি নেতা আমজাদ শেখ ও তার লোকজন। মসজিদের ইমামসহ মুসল্লিদের উপর হামলাকারিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ডেমা ব্রিজ এলাকায় স্থানীয়বাসিন্দারা জড়ো হয়ে এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে দশানী-রামপাল সড়কে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন, আদর্শ গ্রাম জামে মসজিদের সভাপতি ইয়াছিন হাওলাদার, কোষাধক্ষ সোহেল তরফদার, স্থানীয় ব্যবসায়ী সোহেব ফকির, সোহাগ শেখ, ফিরোজা বেগম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত