বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর আদর্শ গ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের উদ্দেশ্যে মসজিদের ইমাম মাও, আবু বক্কর সিদ্দিকসহ ৮ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বিএনপি নেতা আমজাদ শেখ ও তার লোকজন। মসজিদের ইমামসহ মুসল্লিদের উপর হামলাকারিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ডেমা ব্রিজ এলাকায় স্থানীয়বাসিন্দারা জড়ো হয়ে এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে দশানী-রামপাল সড়কে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন, আদর্শ গ্রাম জামে মসজিদের সভাপতি ইয়াছিন হাওলাদার, কোষাধক্ষ সোহেল তরফদার, স্থানীয় ব্যবসায়ী সোহেব ফকির, সোহাগ শেখ, ফিরোজা বেগম প্রমুখ।