ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সাত পাহারাদারকে বেঁধে রেখে চারটি দোকানে ডাকাতি

সাত পাহারাদারকে বেঁধে রেখে চারটি দোকানে ডাকাতি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের মোহনপুর বাজারে সাতজন পাহারাদারদের বেঁধে রেখে চারটি দোকানে তালা কেটে পিকআপ ভ্যানে করে প্রায় ৩৪ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। গত শুক্রবার রাতে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে।

২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল চারটি দোকানের তালা কেটে পিকআপ ভ্যানে করে প্রায় ৩৪ লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানিয়েছেন দোকানের মালিকরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন, বীজ ডিলার মেসার্স পাপড়ি ট্রেডার্সের কীটনাশক ব্যবসায়ী মেহেদী হাসান, মেসার্স শাদ ট্রেডার্সের ছানাউল ইসলাম, মুদি ব্যবসায়ী রুহুল আমিন এবং ইলেকট্রিক ব্যবসায়ী জাহিদুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর বাজারে প্রতি রাতে সাতজন পাহারাদার (নৈশপ্রহরী) নিয়মিত পাহাড়ার দায়িত্ব পালন করেন।

গত শুক্রবার রাতে তারা এক দোকান পরপর অবস্থান নিয়ে পাহাড়ায় ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে একটি পিকআপ ভ্যানে ২০ থেকে ২৫ জনের ডাকাত দল মোহনপুর বাজারে নেমে একের পর এক পাহাড়াদারদের বেঁধে এক দোকান ঘড়ে জিম্মি করে রেখে ওই চারটি দোকানে লুট তারাজ করে। এ সময় রফিকুল ইসলাম নামের একজন প্রহরী বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে গুরুতর আহত হন। ডাকাত দল মেহেদী হাসানের দোকান থেকে ২০ লাখ টাকার কীটনাশক, ছানাউল ইসলামের দোকান থেকে ৫ লাখ টাকার কীটনাশক, রুহুল আমিনের দোকান থেকে ৭ লাখ টাকার সয়াবিন তেল, সিগারেট, মসলা এবং জাহিদুল ইসলামের দোকান থেকে ২ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে দাবি দোকান মালিকদের।

নৈশপ্রহরী রফিকুল ইসলাম বলেন, আমিসহ আরও সাতজন নিয়মিত বাজার পাহারা দিচ্ছিলাম। আমি বাজারের অন্য পাশে ডিউটি করছিলাম। এমন সময় একটি পিকআপ ভ্যানে ২০ থেকে ২৫ জনের ডাকাতদল এসে একের পর এক সবাইকে বেঁধে রাখে।

কয়েকজন আমাকেও বাঁধতে আসলে আমি চিৎকার দিতেই তারা অস্ত্রের মুখে আমার হাত-পা বেঁধে মাথায় আঘাত করে। সবাইকে বাজারের মধ্য একটি দোকানঘরে হাত-পা বেঁধে আটকে রেখে দোকানের মালামাল লুট করে।

বীজ ডিলার মেসার্স পাপড়ি ট্রেডার্সের স্বত্বাধীকারী মো. মেহেদী হাসান বলেন, ভোর চারটার দিকে খবর পেয়ে দোকানে এসে দেখি ডাকাতরা আমার কীটনাশকের দোকান ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তারা আরও তিনটি দোকানের মালামাল লুট করেছে। এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, খবর পেয়ে আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত