ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ পুনর্মিলনী

ঈদ পুনর্মিলনী

ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা এবং শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে কলেজ চত্বরে সরকারি কেসি কলেজ ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে। সে সময় কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র দলের নেতারা ও সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত