বরগুনার আমতলীতে নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী পলি বেগমের (৪৫) ডান হাত বিচ্ছিন্ন করে দিয়েছেন স্বামী সাইদুর রহমান মৃধা। গত শুক্রবার আমতলী উপজেলার দক্ষিণ টেপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার দক্ষিণ টেপুড়া গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে সাইদুর রহমান মৃধা সরকারি হাসপাতালে অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। চাকরিরত অবস্থায় নেশায় জড়িয়ে পড়েন। ২০২০ সালে চাকরি থেকে তিনি অবসরে যান। তিনি দীর্ঘদিন ধরেই মাদক সেবক করতেন। মাদক সেবনের টাকা না পেলেই স্ত্রী পলি বেগমের ওপর নির্যাতন চালাতেন।
গত শুক্রবার পলি বেগম রান্না করতে গেলে সাইদ মৃধা তাকে রান্না করতে নিষেধ করে টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে সাইদ মৃধা স্ত্রীকে কুপিয়ে ডান হাতের কনুইয়ের ওপর পর্যন্ত কেটে ফেলেন। পরে সেখান থেকে পালিয়ে যান।
খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা পলিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে রাতেই তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।
আহত পলি বেগমের ছেলে আসাদুর রহমান মৃধা বলেন, বাবা মাকে কুপিয়ে হাত কেটে দিয়েছে। হাতটি আর জোড়া লাগানো সম্ভব হয়নি। ৬-৮ ঘণ্টার মধ্যে চিকিৎসা নিতে পারলে হয়তো জোড়া লাগানো যেত। আমাদের আসতে ১২-১৪ ঘণ্টা লেগে গেছে। আমার বাবার মাথায় একটু সমস্যা আছে। এর কারণে তিনি এই আচরণ করেছেন। মা এখন মোটামুটি সুস্থ।
আমতলী থানার ওসি আরিফুল ইসলাম আরিফ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মিলি বেগম গতকাল শনিবার দুপুরে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত স্বামী সাইদুর রহমানকে আটক করতে পুলিশ কাজ করছে।