ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লার চার শাখা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন

কুমিল্লার চার শাখা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন

কুমিল্লার তিনটি উপজেলা ও একটি পৌরসভা শাখা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। এগুলো হচ্ছে- জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও বরুড়া উপজেলা এবং বরুড়া পৌরসভা শাখা। প্রতিটি শাখা কমিটি ৩১ সদস্যবিশিষ্ট। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন ও সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের স্বাক্ষরে চারটি শাখা কমিটির অনুমোদন দেয়া হয়। গতকাল শনিবার দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাংবাদিকদের জানান, গত শুক্রবার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা বিএনপির কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এটিএম মিজানুর রহমানকে আহ্বায়ক ও মো. কবির হোসেনকে সদস্য সচিব করে বুড়িচং উপজেলা এবং জসিম উদ্দিন জসিমকে আহ্বায়ক ও মো. আমির হোসেনকে সদস্য সচিব করে ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা বিএনপির কমিটি করা হয়েছে। এছাড়া কায়সার আলম সেলিমকে আহ্বায়ক ও সৈয়দ জহিরুল হক স্বপনকে সদস্য সচিব করে বরুড়া উপজেলা এবং সামছুল হক সর্দারকে আহ্বায়ক ও মো. মফিজুল ইসলামকে সদস্য সচিব করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত