পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোদাব্বের হোসেন এবং সহকারী পরিচালক (সিসি) ডা. মো. মনজুর রহমানের সার্বিক তত্তাবধানে জেলার সব উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সমস্ত প্রকার জরুরি সেবা চালু ছিল। গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছুটি চলাকালীন সময়ে সব সেবা কেন্দ্রে জরুরি সেবা নিশ্চিত করা রয়েছে। এ সময় কুড়িগ্রাম সদর উপজেলার প্রাণকেন্দ্রে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এর অভ্যন্তরে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ধমশ্রেণি, পাইকেরছড়া, রামখানা, নুনখাওয়া, ঘড়িয়ালডাঙ্গা, চাকিরপাশার, থানাহাট, দাঁতভাঙ্গা, বেরুবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ বেশ কিছু কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও সেখানে প্রদান করা হয়। উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় মোট ৭২টি ইউনিয়ন ও ৩ পৌরসভা এবং একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন সময়েও আন্তরিকতার সঙ্গে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. জান্নাতুন্নাহার জানান, ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময় উপ-পরিচালক স্যারের নির্দেশ ক্রমে আগত সেবা গ্রহীতাদের সেবা প্রদান অব্যাহত রেখেছি। প্রসব পরবর্তী সেবা নিতে আসা নুরুন্নাহার জানান, ডাক্তার আপা ঈদের শুভেচ্ছা জানিয়ে আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করেছেন। কুড়িগ্রাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শহরের কলেজপাড়া থেকে সেবা নিতে আসা সালেহা সুলতানা মৌসুমি জানান, আমি নিয়মিত পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করে আসছি।